আগামী ২রা নভেম্বর রোজ - শনিবার । দিনব্যাপী মানবাধিকার ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।

আগামী ২রা নভেম্বর রোজ - শনিবার । দিনব্যাপী মানবাধিকার ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।

জনাব আস্সালামু আলাইকুম, আগামী ২রা নভেম্বর রোজ - শনিবার । দিনব্যাপী মানবাধিকার ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।

স্থান - হোটেল সাংগ্রীলা ইন, নয়াপল্টন, ঢাকা। সময় -সকাল ০৯. ০০

? উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন,বিচারপতি মোঃ শহীদুল ইসলাম, প্রেসিডেন্ট,বাংলাদেশ হিউম্যান রাইটস লইয়ার্স ফোরাম।

? প্রশাসনে মানবাধিকার - প্রফেসর ড. কামাল উদ্দিন প্রো-ভিসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

?সভাপতি - এস এম নজরুল ইসলাম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্পাদক, দৈনিক চৌকোস।

? সাংবাদিকতায় মানবাধিকার - মোঃ শহীদুল ইসলাম, প্রেসিডেন্ট, ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

? আল কুরআনের আলোকে মানবাধিকার - মাও: জালাল উদ্দিন, খতিব, জিগাতলা ভি:কলোনি জামে মসজিদ।

? শিশুর অধিকার - ডাঃ মোঃ আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ,পিজি হসপিটাল, বিএসএমএমইউ ।

? নিরাপদ খাদ্যে অধিকার - মহাসচিব,ডাঃ হাছান আহমেদ মেহেদী, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ অর্গানিক এসোসিয়েশন, বাণিজ্য মান্ত্রণালয়।

?শিক্ষার অধিকার,যুগ্ম মহাসচিব,অধ্যক্ষ মোঃ একরাম উল্ল্যাহ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ গফরগাও, ময়মনসিংহ।

? পেশাগত অধিকার - মোঃ আব্দুল মোতালেব, সিনিয়র সাংবাদিক, কালের কণ্ঠ।

? কোরআন ও বিজ্ঞান - মোঃ এনামুল হক জীবন,বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও কলামিস্ট।

? পারিবারিক অধিকার - মোঃ হাফিজুর রহমান।

? উপস্থাপক, ভূঁইয়া মোঃ আলী, প্রেসিডেন্ট, ঢাকা মহানগর দক্ষিণ।

এছাড়াও নির্বাহী পরিচালক, উপদেষ্টা সহ অনন্যা পরিচালকগণ উপস্থিত থাকবেন।

Chairman

image